আগস্ট ২৭, ২০২৫, ০১:৪০ পিএম
তিন দফা দাবি আদায়ে সরকারের কাছে দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শাহবাগ চত্বরে প্রকৌশল অধিকার পরিষদ আয়োজিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে জড়ো হতে থাকেন এবং সাড়ে ১১টায় মাইকে স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ করেন।
প্রকৌশল অধিকার পরিষদের সভাপতি ওয়ালীউল্লাহ বলেন, “আমাদের দাবি ছিল রোকন ভাইকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একজনকে উল্টো পদোন্নতি দেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান লিপু বলেন, “আমরা বিগত ছয় মাস ধরে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছি। গতকাল রাত ৮টা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান নিয়েছি, কিন্তু সরকার থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। এর পরিপ্রেক্ষিতে আমরা লং মার্চ ঘোষণা করেছি।”
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো:
-
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার না করা।
-
ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
-
দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
সাকিবুল হাসান বলেন, এই দাবি শুধু প্রকৌশলীদের নয়, দেশের সবার। সরকার যদি দুপুর ১টার মধ্যে কোনো প্রতিনিধিদল না পাঠায় এবং দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।