আগস্ট ২৭, ২০২৫, ০১:২৭ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি মাইকেল ক্লার্ক আবারও ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এ খবর নিশ্চিত করেছেন। ক্লার্ক তার নাক থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করা হয়েছে বলে জানান এবং সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষার জন্য সতর্ক করেছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ক্লার্ক লিখেছেন, “ত্বকের ক্যান্সার সত্যিই আছে! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।” তিনি সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন, কারণ তার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই বড় সহায়ক হয়েছে।
এর আগে ২০১৯ সালেও ক্লার্ক তার কপালে ক্যান্সারের একটি অংশ অপসারণের কথা জানিয়েছিলেন। তখন তিনি তরুণদের উদ্দেশে বলেছিলেন, “তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো।”
মাইকেল ক্লার্ক ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ২০১৩-১৪ সালে অ্যাশেজ সিরিজ এবং ২০১৫ সালে বিশ্বকাপ জয় করে।
ত্বকের ক্যান্সার সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি (UV) থেকে হয়। অস্ট্রেলিয়ায় এই রোগের প্রকোপ বেশি, যেখানে ৭০ বছর বয়সের মধ্যে অন্তত দুইজনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।