বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

পূজারার অবসরে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা কোহলির

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ১০:৪৪ এএম

পূজারার অবসরে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা কোহলির

ছবি- সংগৃহীত

ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রোববার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে আবেগঘন প্রতিক্রিয়া শুরু হয়েছে।

পূজারার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কোহলি লিখেছেন, “ধন্যবাদ পূজি, চার নম্বরে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য। তোমার ক্যারিয়ার অসাধারণ। অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা। ঈশ্বর আশীর্বাদ করুন।”

প্রায় এক দশক ধরে কোহলি ও পূজারা ভারতের মিডল-অর্ডারে একসাথে খেলেছেন। এই জুটি ৮৩ ইনিংসে ৩৫১৩ রান সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি জুটি এবং ১৮টি অর্ধশতক পার্টনারশিপ।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর থেকে পূজারা ১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন, যার মধ্যে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক রয়েছে। বিশেষ করে ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে তার ৫২১ রানের অবদান ছিল অনবদ্য।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও পূজারার রেকর্ড ঈর্ষণীয়। ২৭৮টি ম্যাচে তিনি ২১ হাজারেরও বেশি রান করেছেন, যার গড় ৫১.৮২ এবং ৬৬টি সেঞ্চুরি রয়েছে। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পূজারাকে তার সতীর্থরা ‘দৃঢ়তা, আত্মত্যাগ ও নিবেদনের প্রতীক’ হিসেবে স্মরণ করছেন।