বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

চার নতুন দলের ইতিহাস, চ্যাম্পিয়নস লিগে অভিষেক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ১১:১০ এএম

চার নতুন দলের ইতিহাস, চ্যাম্পিয়নস লিগে অভিষেক

ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরকে ঘিরে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে চারটি ক্লাব। সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া প্রথমবারের মতো ইউরোপীয় ফুটবলের এই শীর্ষ প্রতিযোগিতার মূলপর্বে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার রাতে প্লে-অফ পর্ব শেষ হওয়ার পর তাদের এই ঐতিহাসিক সাফল্য নিশ্চিত হয়।

মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত পাফোস এফসি সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে। দলটির অন্যতম আকর্ষণ ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ, যিনি আর্সেনাল ও চেলসিতে খেলেছেন। এর আগে সাইপ্রাস থেকে দুটি দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিলেও, পাফোস তৃতীয় দল হিসেবে এই গৌরব অর্জন করল।

এদিকে, নরওয়ের বোডো/গ্লিমট অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজকে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে বিধ্বস্ত করে মূলপর্বে উঠেছে। ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম কোনো নরওয়েজিয়ান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল।

সবচেয়ে বড় চমক দেখিয়েছে কাজাখস্তানের কাইরাত আলমাটি। তারা স্কটিশ জায়ান্ট সেল্টিককে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে। আস্তানার পর দ্বিতীয় কাজাখ ক্লাব হিসেবে তাদের এই সাফল্য দেশটির ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বেলজিয়ান প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া সরাসরি চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এই চারটি দলের সাফল্য ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতা ও বৈচিত্র্যকে আরও বাড়িয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার মোনাকোতে। প্রথম রাউন্ডের খেলা ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।