বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে ডাচরা, ম্যাচ সিলেটে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০১:৫৫ পিএম

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে ডাচরা, ম্যাচ সিলেটে

ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছানোর পর ডাচরা দুপুরের ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হয়েছে। সিরিজের সব কটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মূলত আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির মূল ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) বাইরে এই সিরিজটি আয়োজন করা হয়েছে। নেদারল্যান্ডসের এটি তৃতীয় বাংলাদেশ সফর হলেও, এর আগে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি তারা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাঁচটি ম্যাচ হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয়টি এসেছে ২০১২ সালে তাদের ঘরের মাঠে।

এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, শনিবার। এরপরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।