বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের টিয়ারশেল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০২:৩৪ পিএম

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের টিয়ারশেল

ছবি- সংগৃহীত

তিন দফা দাবি নিয়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এর আগে দুপুর ১টার মধ্যে দাবি মেনে না নেওয়ায় তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

ঘটনাস্থলে দেখা গেছে, শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা পিছু হটলেও পরে আবার এগিয়ে যেতে চেষ্টা করে। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা লাঠি, ইট ও জুতা নিক্ষেপ করতে শুরু করলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়।

 

শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের এই হামলায় ৫ থেকে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ তার ফেসবুক পোস্টে লেখেন, “আমরা পোলাপানকে পেছায়ে নিয়ে যাচ্ছিলাম, উল্টো আমাদেরও মারল। রক্তাক্ত করল। এখনো হামলা করে যাচ্ছে আমাদের ওপর।”

 

আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো:

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে না দেওয়া।

  • ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।

  • দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

পুলিশের জলকামান ও টিয়ারশেলের মুখে শিক্ষার্থীরা পিছু হটে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।