বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

মুফতী আমির হামজা: নির্বাচনের প্রস্তুতিতে সবার আগে জামায়াত?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ১১:০৭ এএম

মুফতী আমির হামজা: নির্বাচনের প্রস্তুতিতে সবার আগে জামায়াত?

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বপ্রথম মাঠে নেমেছে বলে দাবি করেছে দলটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দল যখন এখনও নির্বাচনের জন্য তাদের মাঠের কার্যক্রম শুরু করেনি, জামায়াত তখন নির্বাচনকে সামনে রেখে তাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছে। তারা দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা প্রত্যাশা করে।

জামায়াতে ইসলামী মনে করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এদেশের জনগণের মৌলিক অধিকার। বিশেষ করে তরুণ ভোটারদের কথা উল্লেখ করে দলটি জানায়, একটি দীর্ঘ সময় ধরে তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত। তাই একটি নতুন ও পরিবর্তনমুখী নির্বাচন ব্যবস্থা এখন জনগণের সময়ের দাবি। জামায়াত এই নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানায়। তারা দাবি করে, বিশ্বব্যাপী ৯১টি দেশে যে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি সফল বলে প্রমাণিত, জামায়াত সেই পদ্ধতির পক্ষেই অবস্থান গ্রহণ করেছে।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের মানুষ দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে দেখেছে। জনগণের প্রত্যাশা পূরণে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই, দেশবাসী এখন নতুন কোনো দলকে সুযোগ দিতে প্রস্তুত। যেহেতু জামায়াত কখনও দেশ পরিচালনার সুযোগ পায়নি, তাই জনগণের মাঝে একটি নতুন বিশ্বাস তৈরি হয়েছে যে, তারা যদি সুযোগ পায়, তাহলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। জামায়াতের রাজনৈতিক এবং সামাজিক কার্যক্রমের কারণে জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে বলেও তারা জানায়।

জামায়াত প্রতিশ্রুতি দেয়, যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে দেশের প্রত্যেক নাগরিকের, তা সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান যেই হোক না কেন, তাদের সকল অধিকার পুরোপুরি ফিরিয়ে দেওয়া হবে। হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যাতে অবহেলার শিকার না হয়, সে ব্যাপারেও তারা গুরুত্ব দেবে। সবশেষে, দলটি জানায় যে তারা দেশ শাসন করবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে