বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

৮০০ শাড়ি নিয়ে ‘বিগ বস’ ঘরে প্রবেশ, আলোচনায় তনয়া

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৮:২৭ পিএম

৮০০ শাড়ি নিয়ে ‘বিগ বস’ ঘরে প্রবেশ, আলোচনায় তনয়া

ছবি- সংগৃহীত

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসর শুরু হয়েছে। এই মৌসুমে প্রথম দিনেই নিজের অদ্ভুত মন্তব্যের কারণে সবার নজর কেড়েছেন উদ্যোক্তা তনয়া মিত্তাল। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত এই প্রতিযোগী ৮০০-র বেশি শাড়ি নিয়ে ‘বিগ বস’ এর ঘরে প্রবেশ করেছেন বলে জানান।

তনয়া বলেন, “আমি বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমি আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি, যেগুলো আমি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করব।”

শাড়ি ছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তনয়ার মন্তব্য আরও বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, “আমার দেহরক্ষীরা কুম্ভ মেলায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছিল, এমনকি পুলিশকেও বাঁচিয়েছিল।” তিনি আরও জানান, তাদের পরিবারে দীর্ঘদিন ধরে নিরাপত্তারক্ষী রাখার চল রয়েছে এবং তিনি এখনো কোনো হুমকি না পেলেও একটি পাওয়ার অপেক্ষায় আছেন।

গত রবিবার ‘বিগ বস ১৯’-এর গ্র্যান্ড প্রিমিয়ারে হোস্ট সালমান খান প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেন। এই মৌসুমে অংশ নেওয়া অন্যান্য প্রতিযোগীদের মধ্যে রয়েছেন অশনূর কৌর, জিশান কাদরি, নাগমা মিরাজকর, আয়েশা দারবার প্রমুখ। তবে প্রথম পর্বেই শো থেকে বাদ পড়েছেন ফারহানা ভাট।

এই বছরের থিম হলো ‘ঘরওয়ালোঁ কি সরকার’, যেখানে প্রতিযোগীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। শোটি প্রতিদিন জিও হটস্টার এবং কালারস টিভিতে দেখা যাবে।