বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

উপদেষ্টারা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৮:০৮ পিএম

উপদেষ্টারা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত

ইঞ্জিনিয়ার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টারা এসে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এই পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং জবাবদিহি করতে হবে।” তিনি আরও বলেন, এই হামলায় জড়িত পুলিশ সদস্য ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা তাদের মূল তিন দফা দাবির পাশাপাশি আরও কিছু দাবি যোগ করে মোট পাঁচ দফা দাবি জানিয়েছেন:

প্রথমত, আজকের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

  • দ্বিতীয়ত, পূর্বে ঘোষিত তিন দফা দাবি মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

  • তৃতীয়ত, তিন উপদেষ্টা—ফওজুল করিম, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে ঘটনাস্থলে এসে নিশ্চয়তা দিতে হবে।

  • চতুর্থত, হামলায় আহত ৬০ জনেরও বেশি শিক্ষার্থীর চিকিৎসার খরচ বহন করতে হবে।

  • পঞ্চমত, আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের ওপর আর কোনো হামলা করা যাবে না।

শিক্ষার্থীরা বলেন, তাদের এই দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে। বুধবার সকালে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।