আগস্ট ২৮, ২০২৫, ০৮:৩১ পিএম
অনৈতিক ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকায় 'জীবন মহল' নামে একটি বিনোদন পার্ক ও রিসোর্টে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা রিসোর্টটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 'জীবন মহল' রিসোর্টে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ হয় বলে তৌহিদী জনতা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। কয়েকদিন আগে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রিসোর্টের ম্যানেজারসহ কয়েকজনকে কারাদণ্ড ও জরিমানা করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইমাম ও আলেমদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ চলাকালে রিসোর্ট মালিকের ভাড়া করা নারী, পুরুষ ও সাঁওতালদের একটি গুন্ডাবাহিনী মিছিলের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। 'আল্লাহু আকবর' ধ্বনিতে প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় উত্তেজিত জনতা রিসোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। রিসোর্টের কথিত 'গুরুজির দরবার হল' এবং ঘণ্টাভিত্তিক ভাড়া দেওয়া কটেজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই পুলিশ সুপার মারুফাত হোসেনের তত্ত্বাবধানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেনাবাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে পরিবেশ শান্ত করে। জেলা প্রশাসক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, নিজেকে 'গুরুজি' দাবিদার আনোয়ার হোসেন জীবন দীর্ঘদিন ধরে এই রিসোর্টে আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ উঠেছিল।