আগস্ট ২৮, ২০২৫, ০৮:১৪ পিএম
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। জাতীয় দলের বাইরে থাকলেও তার খেলা থেমে নেই। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজেকে ব্যস্ত রাখছেন এই অলরাউন্ডার। তারই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে। সম্প্রতি তার দল আটলান্টা ফায়ার এই খবর নিশ্চিত করেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং দলটির হয়ে মাইনর লিগ ক্রিকেট খেলব।' একই সঙ্গে তিনি ফোবানা'র ৩৯তম টাইটেল স্পন্সর হিসেবে আটলান্টা ক্রিকেট ক্লাবের নাম ঘোষণা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আটলান্টা ফায়ার আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, '২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে আটলান্টা ফায়ারে খেলবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিব। তার অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলের শক্তি বাড়াবে। তার জাদু দেখতে প্রস্তুত থাকুন।'
বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। সেখানে বল হাতে তার পারফরম্যান্স বেশ ভালো হলেও ব্যাটিংয়ে আশানুরূপ ফল আসছে না। সিপিএল শেষ হলেই তিনি মাইনর লিগে যোগ দেবেন। এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৮ আগস্ট এবং শেষ হবে ২ অক্টোবর।