শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বীরগঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা

মোঃ ফরহাদ হোসেন

আগস্ট ২৮, ২০২৫, ০৮:১৪ পিএম

বীরগঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা

ছবি-দিনাজপুর টিভি

শিশুর প্রতি শারীরিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের (বাগডাঙ্গা) নিজপাড়া-১ সরকারি মাঠে একটি প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি-এর সহযোগিতায় ও নিজপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। তিনি বলেন, "খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন সত্যিই খুবই প্রশংসনীয়।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি'র গোল্ডেন সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রীতি ফুটবল ম্যাচে বটতলী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ইম্প্যাক্ট প্লাস দলকে পরাজিত করে জয় লাভ করে। ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।