শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১১:৫৮ পিএম

লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলা

ছবি- সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ মোট ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিআরইউতে একটি অনুষ্ঠান থেকে আটক করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে এবং তাদের মোবাইল ফোন তল্লাশি করে পুলিশ নাশকতার পরিকল্পনার কিছু তথ্য ও প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।”

আটকদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জানতে চাওয়া হলে শফিকুল ইসলাম বলেন, "আমরা আসলে রাজনৈতিক পরিচয় দেখে তাদের আসামি করছি না। তাদের মোবাইলে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার তথ্যপ্রমাণ পেয়েছি। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হবে।"