শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

দিনাজপুরের বিরামপুরে বিরল প্রজাতির গিলালতা গাছের সন্ধান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১১:৪০ পিএম

দিনাজপুরের বিরামপুরে বিরল প্রজাতির গিলালতা গাছের সন্ধান

ছবি- সংগৃহীত

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের জোতমাধব শালবনে একটি বিরল প্রজাতির গিলালতা গাছের সন্ধান পাওয়া গেছে, যা এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর থেকে এই গাছটি দেখলে মনে হবে যেন প্রকৃতির এক বিশাল সবুজ ঢেউ আছড়ে পড়েছে বনের ওপর।

জোতমাধব গ্রামের নলকূপ মিস্ত্রি জালাল উদ্দিনের হাত ধরে এই গাছের আগমন। আট বছর আগে তিনি লালমনিরহাট থেকে কয়েকটি গিলা বীজ এনেছিলেন। তার স্ত্রী সেই বীজগুলো থেকে চারটি বীজ রোপণ করেন। দীর্ঘ তিন বছর পর বীজগুলো থেকে চারটি চারা জন্ম নেয়।

এর মধ্যে একটি স্ত্রী গাছ এবং বাকি তিনটি পুরুষ গাছ। কয়েক বছরের মধ্যে গাছগুলোতে ফুল ধরা শুরু হয়েছে এবং বর্তমানে এই চারটি গাছ পুরো শালবনজুড়ে ছড়িয়ে পড়েছে। গাছের মালিক জালাল উদ্দিন কখনো ভাবেননি যে গাছগুলো এত বড় হয়ে পুরো এলাকাকে এক নতুন রূপ দেবে।

এই বিরল প্রজাতির গাছের কারণে স্থানীয়দের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসছে। এটি এলাকার পর্যটন আকর্ষণ বাড়ানোর একটি দারুণ সুযোগ তৈরি করেছে।

আপনিও চাইলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অবস্থিত এই প্রাকৃতিক বিস্ময় দেখে আসতে পারেন।