বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৬:৩৪ পিএম

সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর

ছবি - সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হালনাগাদ ভোটার তালিকা ৩০ নভেম্বর চূড়ান্ত করে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ ও নির্বাচন প্রস্তুতির বিস্তারিত জানুন।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) তাদের রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে হালনাগাদ করা ভোটার তালিকা আগামী ৩০ নভেম্বর চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যা ৩১ আগস্ট চূড়ান্ত করা হবে। এরপর ৩১ অক্টোবরের সম্পূরক তালিকা শেষে ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রোডম্যাপে আরও জানানো হয়েছে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইসি আশা করছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা আইন সংশোধন এবং সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পোস্টাল ভোটিং ও ব্যালটের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। প্রবাসে বসবাসকারী ভোটারদের জন্য নভেম্বরে ব্যালট পেপার পাঠানো হবে। এছাড়া, কারাবন্দিদের ভোটের দুই সপ্তাহ আগে ব্যালট পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারও জানিয়েছেন, ভোটের প্রায় দুই মাস আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।