আগস্ট ২৮, ২০২৫, ০৭:৪৭ পিএম
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজটিতে বড় স্কোর করতে চান অধিনায়ক লিটন দাস, জানিয়েছেন হেরে গেলেও উন্নতি দেখতে চান।
এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। সিরিজটি শুরু হবে আগামী পরশু সিলেটে। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন দলের অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রধান লক্ষ্য থাকবে বড় রান করা, বিশেষ করে ২০০ থেকে ২৫০ রানের মধ্যে একটি স্কোর দাঁড় করানো।
বড় রানের লক্ষ্য পূরণ করতে গিয়ে যদি দল হেরে যায়, তাতেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন লিটন। তিনি বলেন, "হেরে গেলেও সমস্যা নেই। আমরা উন্নতি দেখতে চাই।" এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয় এবং তারা সবসময় জেতার জন্যই খেলেন। তবে জয়-পরাজয় খেলারই অংশ এবং তারা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছেন, সেটাই মূল বিষয়।
লিটন দাসের মতে, এশিয়া কাপে বড় স্কোর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেটও ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় এই সিরিজটি তাদের জন্য উপযুক্ত প্রস্তুতি। তিনি বলেন, "আবুধাবি ব্যাটিং সহায়ক উইকেট, সিলেটও অনেকটাই ব্যাটিং সহায়ক। এখানে মিল থাকবে।" তিনি আশা করেন, এই সিরিজ থেকে ভালো কিছু নিয়ে তারা এশিয়া কাপে যেতে পারবেন।
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজের উইকেট নিয়ে লিটন বলেন, "খুবই ভালো। ব্যাটিং-বোলিং দুই সাইডের জন্যই ভালো হবে। আদর্শ ক্রিকেট ম্যাচের জন্য যেমন উইকেট হয় এমন উইকেটই আশা করব আমরা।" লিটন আশা করেন, এশিয়া কাপের মতো বড় ইভেন্টের আগে এই সিরিজটি দলের জন্য খুবই কার্যকর হবে।