আগস্ট ২৮, ২০২৫, ০১:২৯ পিএম
বাংলাদেশের ফুটবল অঙ্গনে সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। এবার তিনি মাঠের বাইরের জগতেও এক অনন্য রেকর্ড গড়লেন। ইনস্টাগ্রামে ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারী পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার হলেন তিনি। এই মাইলফলক স্পর্শ করার পর নিজের ফেসবুক পেজে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক পোস্টে হামজা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে আমার। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।”
বাংলাদেশ দলে অভিষেকের আগেই ফেসবুকের মতো প্ল্যাটফর্মে বিপুল অনুসারী পেয়েছিলেন হামজা। সেখানে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন জামাল ভূঁইয়া, এরপর হামজা সেই তালিকায় দ্বিতীয় হন। কিন্তু ইনস্টাগ্রামে তিনি প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন।
তবে শুধু অনলাইন জনপ্রিয়তাই নয়, মাঠেও নিজের নৈপুণ্য দেখাচ্ছেন হামজা। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয়। সেই ম্যাচে মাঝমাঠে তার দারুণ পারফরম্যান্স মুগ্ধ করেছিল সবাইকে। এরপর ভুটানের বিপক্ষে ঘরের মাঠে মাত্র ৭ মিনিটের মধ্যে গোল করে তিনি দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেন।
হামজার দেখানো পথে এখন আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের ফুটবলে যোগ দিচ্ছেন, যেমন শমিত সোম ও ফাহামেদুল ইসলাম। বসুন্ধরা কিংসের তরুণ তারকা কিউবা মিচেলও জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।