আগস্ট ২৮, ২০২৫, ১১:০৫ এএম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলমান আসরে নিজেদের সর্বশেষ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সাকিব ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে একটি উইকেট শিকার করলেও, তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অ্যান্টিগা ফ্যালকনস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৪৬ রান সংগ্রহ করে। দলের শুরুটা ছিল বিপর্যয়কর; ওপেনাররা দ্রুত ফিরে যান। জুয়েল অ্যান্ড্রু ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব, তিনি ১৪ বলে করেন মাত্র ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিম ও উসামা মিরের ক্যামিও ইনিংসে অ্যান্টিগা সম্মানজনক স্কোর পায়।
জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স মাত্র ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। ইনিংসের শুরুতেই ওপেনার কলিন মানরোকে ফিরিয়ে সাকিব অ্যান্টিগা শিবিরে কিছুটা আশা জাগালেও, কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের দুর্দান্ত জুটি জয় নিশ্চিত করে দেয়। হেলস তার ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন।
যদিও এই ম্যাচে হার, তবে ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সাকিবের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। তবে দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো নাইট রাইডার্স মাত্র ৪ ম্যাচ খেলেই ৩টি জয় পেয়েছে।