বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে যানজট সৃষ্টি শিক্ষার্থীদের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৩:৫২ পিএম

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে যানজট সৃষ্টি শিক্ষার্থীদের

ছবি- সংগৃহীত

তিন দফা দাবিতে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এই কর্মসূচির ফলে প্রায় আধা ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান, ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ এবং তাদের তিন দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করা হচ্ছে।

রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।