বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

প্রকৌশলী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০১:৫২ পিএম

প্রকৌশলী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

ছবি- সংগৃহীত

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে 'প্রকৌশলী অধিকার আন্দোলন' প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান, পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। সকাল থেকেই এসব বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো ফাঁকা দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো:

১. নবম গ্রেডে নিয়োগ: নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে। ২. দশম গ্রেডে আবেদন: দশম গ্রেডে উচ্চ ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখতে হবে, যেখানে বর্তমানে কেবল ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ৩. ‘প্রকৌশলী’ পদবি: শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী’ বা ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারেন, সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই কর্মসূচি শুরু হয় বুধবার শাহবাগ অবরোধের মধ্য দিয়ে। পরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়, যেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হন।