আগস্ট ২৮, ২০২৫, ১২:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মনারেজকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। পদত্যাগে অস্বীকৃতি জানানোর পরেই তাকে এই পদ থেকে অপসারণ করা হয়। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন দেশটিতে টিকাদান নীতি ও অন্যান্য জনস্বাস্থ্য নির্দেশিকা নিয়ে তীব্র বিতর্ক চলছে। বুধবার (২৭ আগস্ট) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই এই তথ্য নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মনারেজ প্রেসিডেন্টের "আমেরিকাকে আবার সুস্থ করে তোলা" এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলেন না। তার অপসারণের পরেই সিডিসি থেকে আরও চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র সম্প্রতি মার্কিন টিকাদান নীতিতে বড় পরিবর্তন এনেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের জন্য কোভিড টিকার ফেডারেল সুপারিশ প্রত্যাহার। এছাড়া, তিনি নিজস্ব পছন্দ অনুযায়ী একটি নতুন উপদেষ্টা প্যানেল গঠন করেন, যেখানে টিকা-বিরোধী কর্মীরাও রয়েছেন।
পদত্যাগকারী এক কর্মকর্তার অভিযোগ, নতুন টিকাদান সুপারিশগুলো তরুণ আমেরিকান ও অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকির মধ্যে ফেলছে। এই নীতিগত দ্বন্দ্বের কারণেই সিডিসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।