বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বন্যা, ধসে পড়ল সেতু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ১০:২৭ এএম

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বন্যা, ধসে পড়ল সেতু

ছবি- সংগৃহীত

টানা বর্ষণের কারণে ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং পিটিআই কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নদীর প্রবল স্রোতে জম্মুর চতুর্থ তাওয়াই সেতুর একটি বড় অংশ কয়েকটি গাড়িসহ ধসে পড়েছে। এতে ওই স্থানে বহু যানবাহন আটকে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন। তিনি প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় তিনি বলেন, “জম্মুর বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি বেশ গুরুতর। আমি শ্রীনগর থেকে প্রথম ফ্লাইটেই জম্মুর উদ্দেশে রওনা হব, যাতে নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি।” শ্রীনগরে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে এক বৈঠকে তিনি কর্মকর্তাদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন।

টানা তৃতীয় দিনের মতো মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় জম্মু অঞ্চলের প্রায় সব নদীর পানি বিপদসীমার ওপর বা কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নিম্নাঞ্চল ও বহু সড়ক প্লাবিত হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল স্থগিত করা হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।