শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুর গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:১৫ এএম

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুর গ্রেফতার

ছবি- সংগৃহীত

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা ভারতীয় বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গত ১১ আগস্ট পুনের একটি হাউজ পার্টিতে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে আশিস কাপুরের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই নারী অভিনেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর থেকেই আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, আশিস প্রথমে গোয়াতে এবং পরে সেখান থেকে পুনেতে পালিয়ে যান। তার গতিবিধি নজরদারিতে রেখে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

তবে এই মামলার তদন্তে একটি নতুন মোড় এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগকারীর বয়ানে অসংগতি রয়েছে। অভিযোগকারী প্রথমে দাবি করেছিলেন যে, আশিসের আয়োজিত পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। কিন্তু ৭ দিন পর, ১৮ আগস্ট, তিনি তার বয়ান পরিবর্তন করে বলেন যে, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

পুলিশ প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করেছে। এখন আশিসকে জিজ্ঞাসাবাদ করার পর পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। আশিস কাপুর 'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', এবং বিশেষ করে 'ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়' সিরিয়ালে নিখিল চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার গ্রেফতারের ঘটনায় তার ভক্ত এবং সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।