সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:৪৯ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি তার মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একটি অনুষ্ঠানে তার মাকে ‘আদর্শ মা’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে, যা তিশার কাছে 'পৃথিবীর সবচেয়ে লাভলী মুহূর্ত' বলে উল্লেখ করেছেন তিনি।
মায়ের সম্মাননা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, “প্রত্যেক আর্টিস্ট সন্তানের পেছনে বাবা-মার দায়িত্ব যেমন, বাবা-মার ভারটাও অনেক। সে জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিকমতো কাজ করছি। শুধু আমার মায়ের জন্য। সে জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।”
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন শুট ও মডেলিংয়েও সমান জনপ্রিয় তিশা। 'চোখেরি পলকে' গানের মিউজিক ভিডিও দিয়ে তিনি প্রথম তারকা খ্যাতি পান। বর্তমানে তিনি নাটকে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
এবার তার ভক্তদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছেন এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগিরই তাকে সিনেমার পর্দায় দেখা যাবে। তিনি বলেন, “আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এ ছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।”
নিজের সাফল্যের জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিশা বলেন, “আমার দর্শকদের জন্যই আজ আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।”