সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:২৮ পিএম
দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে প্রায় ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গত মার্চ মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। দুই মাস পর মে মাসে তিনি জামিন পেলেও মামলা চলমান ছিল, যার পরিপ্রেক্ষিতে এই রায় এলো।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এই বিপুল পরিমাণ জরিমানা ধার্য করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে রান্যা রাওকে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এমনকি তার সম্পত্তিও হারাতে হতে পারে।
এই একই মামলায় অভিনেত্রী ছাড়াও আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি স্বর্ণ পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা এবং সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে, যাদের বিরুদ্ধে ৬৩.৬১ কেজি স্বর্ণ পাচারের অভিযোগ ছিল। সব মিলিয়ে ডিআরআই এই চারজনের কাছ থেকে প্রায় ২৭০ কোটি টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে।
অভিনেত্রী রান্যা রাও সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে। দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার সময় কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রথমে আটক করা হয়। নিয়ম-বহির্ভূতভাবে বিপুল পরিমাণ স্বর্ণ বহন করার অভিযোগে গত ৩ মার্চ তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে মোট ১২.৫৬ কোটি টাকার স্বর্ণের বাট উদ্ধার করা হয়। পরবর্তীকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার স্বর্ণের গহনা এবং ২.৬৭ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়।
২০১৪ সালে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে ‘মানিক্য’ সিনেমায় অভিনয় করে রান্যা রাও রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। এর পরে তিনি আরও কয়েকটি দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেছেন।