সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:০০ এএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া বর্তমানে কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন। সেখানে তিনি বেশ খোশমেজাজে আছেন, যার প্রমাণ মিলেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সাম্প্রতিক ছবিগুলোতে। তার এই নতুন লুক ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নেটিজেনদেরও নজর কেড়েছে।
ছবিগুলোতে দেখা যাচ্ছে নুসরাত ফারিয়া একটি সাদা রঙের পোশাক পরেছেন। চোখে রোদ চশমা এবং খোলা চুলে তার এই সাজ বেশ মানিয়েছে। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি, যা তার ছুটির আনন্দকে ফুটিয়ে তুলেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’ তার এই মন্তব্যে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন।
ছবিগুলো পোস্ট করার পরপরই কমেন্ট বক্স প্রশংসায় ভরে যায়। একজন ভক্ত লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’ অনেকেই তার এই সাজের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেছেন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও নুসরাত ফারিয়া পরিচিত। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। এরপর তিনি মডেলিং ও বিজ্ঞাপনের জগতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং ফারিয়াকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।
এই সংবাদ প্রতিবেদনটি নুসরাত ফারিয়ার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, প্রথম আলো, যুগান্তর, এবং অন্যান্য জাতীয় দৈনিক ও বিনোদন সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।