মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:১৯ পিএম

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। তবে এর মধ্যেই নির্বাচন স্থগিত চেয়ে আজ, সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিট আবেদনের কারণ বা শুনানির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠন এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।এর আগে, জাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছিলেন।

১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৯ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্র বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের সংঘর্ষের পর জাকসু ও হল সংসদ বাতিল করা হয় এবং এরপর থেকে আর কোনো নির্বাচন হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। হাইকোর্ট প্রথমে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে দেন। এর ফলে ৯ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।