সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৩৭ এএম
তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমির—একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। এই বিরল ঘটনাটি ঘটছে শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এর মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া ভক্তদের উচ্ছ্বাসে সরগরম হয়ে উঠেছে।
৩ মিনিট ২৯ সেকেন্ডের এই হাই-ভোল্টেজ ট্রেলারে আমির খান এবং ট্রেলারের শেষ দিকে শাহরুখ খানকে দেখা যায়। এর আগে সিরিজের প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছিল সালমান খানকে। এই তিন খানের ক্যামিও উপস্থিতিই ভক্তদের আগ্রহের পারদ তুঙ্গে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখেছেন, ‘অবশেষে তিন খান একসঙ্গে! ভারতীয় সিনেমার সবচেয়ে দুর্দান্ত ফ্রেম।’ অনেকে মন্তব্য করছেন, ‘প্রথমবারের মতো শাহরুখ-আমির-সালমান এক পর্দায়। তাদের নির্দেশনা দিচ্ছে ছোট আরিয়ান। ভাবা যায়?’
সিরিজটিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন লক্ষ্য। এটি একজন সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্প। তার পথে বাধা হয়ে দাঁড়ায় সুপারস্টার অজয় তলওয়ার (ববি দেওল) এবং তার মেয়ের সঙ্গে প্রেম। সব মিলিয়ে গল্পটি সম্পূর্ণ বাণিজ্যিক ঢঙে তৈরি।
সিরিজটির সবচেয়ে বড় চমক হলো এতে বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। ববি দেওল, সালমান খান, করণ জোহর, র্যাপার বাদশা, শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও—গোটা বলিউড যেন হাজির! আগামী ১৮ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাবে।