সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:৩৩ পিএম
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ সরকার সেখানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হয়ে নিজ নিজ অবস্থান বা হোটেলে থাকতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেপালে যাওয়ার উদ্দেশে কোনো ফ্লাইট গ্রহণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আটকে পড়া বাংলাদেশি
নেপালে বাংলাদেশের ৩৬ সদস্যের জাতীয় ফুটবল দলের পাশাপাশি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দলও আটকে পড়েছেন। প্রতিনিধি দলটি বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছে। তাদের নির্ধারিত কার্যক্রম বাতিল করা হয়েছে এবং আগামী ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
জরুরি যোগাযোগের নম্বর
যেকোনো জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ২৬টি সামাজিক মাধ্যম সাইট বন্ধের জেরে শুরু হওয়া বিক্ষোভ নেপালজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে ১৯ জন নিহত হন। পরিস্থিতি সামাল দিতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।