সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:৫১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলন করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
এ সময় তারা ভোট চলাকালে বুথে প্রবেশে বাধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের নিয়ম ছিল ভোট দেওয়া ছাড়া কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না।
কিন্তু তারা দেখেছেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিটি বুথে ঘুরে বেড়িয়েছেন, অথচ তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই অভিযোগ জানানোর পর দুপুর দেড়টার দিকে নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার তাদের ফোন দিয়ে বলেন, "বাবা এতক্ষণ যা হইছে হইছে, এখন তোমরা ঢুকতে পারবা।"
এদিকে, ডাকসু নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, "দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সন্তোষজনক।
" তিনি বলেন, এই নির্বাচন একটি অভ্যুত্থানের ফসল। যারা নিজেদের পরাজয়ের ভয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের রাজনীতির কবর রচিত হবে।