সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:২৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। দুই হলের ঘোষিত ফলাফলে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ১,৩৫০ ভোটে এগিয়ে রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তারা দুই হলের ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে অমর একুশে হলের ফলাফলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।
অন্যদিকে, সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পেয়েছেন ১,২৭০ ভোট, যেখানে আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট। এই দুই কেন্দ্রের ফলাফল অনুযায়ী, সাদিক কায়েম মোট ১,৩৫০ ভোটে এগিয়ে আছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ চলে। এবার আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।
ডাকসুতে মোট ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। হল সংসদে ২৩৪টি পদের জন্য লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী। এই নির্বাচনে শিক্ষার্থীরা মোট ৪১টি ভোট দিয়েছেন। যদিও দিনভর কোনো বড় ধরনের সংঘাত হয়নি, তবে অনেক প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভোট কারচুপির অভিযোগ এনেছেন।