বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

জিয়া হলেও আবিদকে হারালেন সাদিক কায়েম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:১৫ এএম

জিয়া হলেও আবিদকে হারালেন সাদিক কায়েম

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষিত ৭টি ভোটকেন্দ্রের ১৬টি হলের ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে আছেন। ফলাফলে দেখা যায়, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলেও তিনি ছাত্রদলের প্রার্থীকে পরাজিত করেছেন।

জিয়া হলে ফলাফল: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে সাদিক কায়েম মোট ৬৭৪ ভোট পেয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ২৪৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ১৫১, আবদুল কাদের ৭০, এবং শামীম হোসেন ১৩১ ভোট পেয়েছেন।

এই হলে জিএস পদেও সাদিক কায়েমের জোটের প্রার্থী এসএম ফরহাদ এগিয়ে রয়েছেন। তিনি ৫৪৪ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম পেয়েছেন ৩৩৪ ভোট।

নির্বাচনের প্রেক্ষাপট: দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। রাত পৌনে ২টা থেকে হলগুলোতে ফলাফল ঘোষণা শুরু হয়। বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ৭টি কেন্দ্রের ১৬টি হলের ফল ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।