সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:০৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অর্থাৎ সাদিক কায়েম ৮ হাজার ৩৩৪ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র জোটের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
একইভাবে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও ছাত্রশিবিরের নেতা মো. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে সারারাত ধরে গণনা চলে। জগন্নাথ হল ছাড়া বাকি সব হলেই শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। জগন্নাথ হলে ফরহাদ মাত্র ৫ ভোট পেলেও, অন্যান্য হলের ফলাফল তাকে বিজয় এনে দিয়েছে। এই নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ছিলেন, যারা ডাকসু ও হল সংসদের ৪১টি পদে ভোট দিয়েছেন।