বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫৭ পিএম

ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানা গেল

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা ভোটগ্রহণ চলে। এখন সবার নজর ফলাফল ঘোষণার দিকে।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোট গণনা চলছে এবং রাত ১২টার আগেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অমর একুশে হলে গিয়েছি সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছে কারচুপি হয়েছে।"

আবিদুল ইসলাম খান আরও অভিযোগ করেন, সকালে তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে একটি 'প্রোপাগান্ডা' ছড়ানো হয়েছে, যা মূলধারার গণমাধ্যমকেও বিভ্রান্ত করেছে। তিনি এসব বিষয়ে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।