বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

জগন্নাথ হলের ফলাফলে জমে উঠেছে ফরহাদ-মেঘমল্লারের লড়াই

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৩৮ এএম

জগন্নাথ হলের ফলাফলে জমে উঠেছে ফরহাদ-মেঘমল্লারের লড়াই

ছবি - সংগৃহীত

জগন্নাথ হলসহ মোট পাঁচ হলের ফলাফলে মেঘমল্লারের ২১৯৫ আর ফরহাদের মোট ভোট দাঁড়িয়েছে ২২৪৯।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পর গণনা শেষে একে একে কেন্দ্রগুলোর ফল নিয়ে হাজির হচ্ছেন নির্বাচন কমিশন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাম সমর্থিত প্যানেলের মেঘমল্লার জগন্নাথ হলে পেয়েছেন ১১৭০ ভোট। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট।

এছাড়া একই পদে জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট। এখন পর্যন্ত তার মোট ভোট ১৩৬৭। বৈষম্যবিরোধী প্যানেলের আবু বাকের মজুমদার পেয়েছেন ২১ ভোট। তার মোট ভোট ৩৬৮।