বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

লাল কার্ড ও হতাশার হারে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:২৬ এএম

লাল কার্ড ও হতাশার হারে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা

ছবি - সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে সবার আগেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচদিন আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচটি ছিল তাদের জন্য বিশেষ।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচে তারা ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছিল। তার অনুপস্থিতিতে এবার হার দিয়েই বাছাইপর্ব শেষ করল লিওনেল স্কালোনির দল। ইকুয়েডরের কাছে হেরেছে ১-০ গোলে।

আজ (বুধবার) ভোরে ইকুয়েডরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে খেলতে নেমে অবশ্য শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল সফরকারী আলবিলেস্তেদের কাছে।

৩১ মিনিটে প্রায় একা গোলরক্ষকের দিকে ছুটে যাওয়া ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন নিকোলাস ওতামেন্ডি। এরপর প্রথমার্ধেই আর্জেন্টিনা পিছিয়ে পড়ে। যেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। অবশ্য ৫০ মিনিটে ইকুয়েডর তারকা ময়েসেস কায়কাদোও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বিস্তারিত আসছে…