বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তন্বি বিজয়ী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:৪২ এএম

ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তন্বি বিজয়ী

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে এই পদে জয়লাভ করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

সানজিদা আহমেদ তন্বি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন। তার এই বিজয়কে সম্মান জানিয়ে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ মোট ছয়টি প্যানেল এই পদে কোনো প্রার্থী দেয়নি। অন্য প্যানেলগুলো হলো- প্রতিরোধ পর্ষদ, সমন্বিত শিক্ষার্থী সংসদ, অপরাজেয় ৭১-অদম্য ২৪ ও ইসলামী ছাত্র আন্দোলন।

এদিকে, ঘোষিত ফলাফলে ডাকসুর শীর্ষ তিনটি পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে রয়েছে। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ এবং শামীম হোসেন ৩ হাজার ৬৮১ ভোট পেয়েছেন।

জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট পেয়েছেন। এজিএস পদেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মহিউদ্দীন খান ৯ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ ৪ হাজার ২৫৪ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিল ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।