সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:২২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রচারণার ব্যতিক্রমী ঢঙে রাতারাতি পরিচিতি পাওয়া আশিকুর রহমান পরাজিত হয়েছেন। চোখে সানগ্লাস, ঠোঁটে জ্বলন্ত সিগারেট ও হাতে লাইটারের ছবি দিয়ে তৈরি তার পোস্টার তাকে 'ভাইরাল আশিক' হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। যদিও তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি অন্তত মেঘমল্লার বসুকে হারাবেন, কিন্তু ফলাফলে দেখা গেছে আশিকুর রহমান তার থেকে অনেক কম ভোট পেয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত ফলাফলে দেখা যায়, জিএস পদে আশিকুর রহমান পেয়েছেন মাত্র ৫২৬ ভোট। একই পদে তার প্রতিদ্বন্দ্বী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। এই পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ, যিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
ভোটের ফল প্রকাশের পর আশিকুর রহমান তার ফেসবুকে একটি পোস্টে মেঘমল্লার বসুর প্রতি সম্মান বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, 'তোমার প্রতিপক্ষের শক্তি স্বীকার করতে হবে। ভেবেছিলাম যাকে হারিয়ে অন্তত সেকেন্ড লাস্ট হবো সে আজ ১৯ জনের মধ্যে তৃতীয় পজিশনে আর আমি ষষ্ঠ পজিশনে। আপনার (মেঘমল্লার বসু) প্রতি সম্মান বেড়ে গেলো ভাই।'
তিনি আরও বলেন, 'লিফলেট পোস্টার ছাড়া, জিরো ইনভেস্টমেন্টে এত এত হেভিওয়েটদের ভিড়ে তাও আবার জিএস পদে হঠাৎ দাঁড়িয়ে এই পজিশনে আসা কোনমতেই আমার কাছে কম কিছু নয়। অনেক প্যানেলের প্রার্থীদের থেকেও বেশি ভোট পেয়েছি। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যারা এত কিছুর পরেও আমার ওপর ভরসা রেখে আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এটাই আমার ম্যান্ডেট সুযোগ থাকলে ইনশাআল্লাহ পরের বছর আরো শক্তিশালী রূপে আবার দেখা হবে। আপাতত পড়ালেখায় মনোনিবেশ করি।' তার এই বক্তব্য হার মেনেও সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ়তা প্রকাশ করে।