সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৫১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে, এই নিরঙ্কুশ বিজয়ের মাঝেও পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, যা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
শিবিরের বাইরে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা:
-
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
-
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
-
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি
-
সদস্য পদ: হেমা চাকমা (বাম-সমর্থিত প্যানেল)
-
সদস্য পদ: উম্মা উসওয়াতুন রাফিয়া (স্বতন্ত্র)
অন্যান্য পদে বিজয়ী যারা:
শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও, অন্যান্য সম্পাদকীয় পদেও এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন, যেমন: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা (১০,৬৩১ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট) এবং আন্তর্জাতিক সম্পাদক খান জসিম (৯,৭০৬ ভোট)।
এই নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ছিলেন। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।