বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিপুল ভোটে ডাকসুর সদস্য পদে বিজয়ী সর্ব মিত্র চাকমা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:০৪ পিএম

বিপুল ভোটে ডাকসুর সদস্য পদে বিজয়ী সর্ব মিত্র চাকমা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেলের প্রার্থী সর্ব মিত্র চাকমা। তিনি মোট ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতেও প্রার্থীরা জয় লাভ করেছেন। সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। তবে নির্বাচনের ফল ঘোষণার পর আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং কারচুপির অভিযোগ এনেছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ছিলেন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন। ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন এবং প্রতিটি হলে (১৮টি) ১৩টি করে মোট ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।