সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেল ভূমিধ্স বিজয় লাভ করেছে। এই প্যানেলের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। হলভিত্তিক ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েমের ভোটের হার বিভিন্ন হলে ভিন্ন ছিল।
সবচেয়ে বেশি ভোট:
রোকেয়া হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ১ হাজার ৪৭২ ভোট পেয়েছেন, যা তাকে এই হলে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই একই হলে তার প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪, আবিদুল ইসলাম ৫৭৫ এবং শামীম হোসেন ৬৮৪ ভোট।
সবচেয়ে কম ভোট:
অন্যদিকে, সাদিক কায়েম জগন্নাথ হলে সবচেয়ে কম ভোট পেয়েছেন। এই হলে তিনি মাত্র ১০ ভোট পেয়েছেন। জগন্নাথ হলে ভিপি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, যিনি ১ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। একইভাবে, এই হলে জিএস পদে শিবিরের প্রার্থী এস এম ফরহাদ মাত্র ৫ ভোট পেয়েছেন।
ভোটের ফল ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। আবিদুল তার ফেসবুক পোস্টে এটিকে 'পরিকল্পিত কারচুপি' হিসেবে অভিহিত করেছেন। উমামা ফাতেমাও তার ফেসবুক পোস্টে ডাকসুকে 'সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন' বলে মন্তব্য করে বর্জনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচনটি মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ছিলেন। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।