বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন

পরাজিত হলেও ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৩৭ পিএম

পরাজিত হলেও ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। তবে এই পরাজয়ের পরও তিনি তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

আবিদ তার পোস্টে বলেন, তার জীবনের এই পথচলা অভাবনীয়। তিনি জানান, সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের অনুষ্ঠানে তিনি নিজেকে ৫ বছর পর কোথায় দেখতে চান এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। কারণ তিনি সবসময় নিজেকে রাজপথের আন্দোলনে সঁপে দিয়েছেন। তিনি বলেন, এই পথই তাকে এতদূর নিয়ে এসেছে।

নির্বাচনের দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আবিদ বলেন, 'এ নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে।' তিনি আরও জানান, তিনি বিভিন্ন কেন্দ্রে অনিয়ম খুঁজে পেয়েছেন এবং এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের আশা রাখেন। নিজের সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, 'আমি জানি, আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি।' তবে তিনি ভোটারদের ধন্যবাদ জানান এবং বলেন যে মাত্র ২০ দিনের প্রচারে তিনি শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছেন।

আবিদ তার সহপাঠীদের আশ্বস্ত করে বলেন, 'আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরও অনেক দীর্ঘ।' তিনি বলেন, 'আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করবো।' তিনি আরও বলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরু তাদের হাত ধরেই হবে।

তিনি তার পোস্টটি মার্কিন অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বাণী দিয়ে শেষ করেন: 'আমাদের অবশ্যই সীমিত হতাশাকে মেনে নিতে হবে, কিন্তু কখনই অসীম আশা হারানো যাবে না।'