বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে স্বৈরাচার-রাজাকার একাকার: প্রিন্স

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:১১ পিএম

ডাকসু নির্বাচনে স্বৈরাচার-রাজাকার একাকার: প্রিন্স

ছবি - সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে 'স্বৈরাচার আর রাজাকার একাকার' হয়ে গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ সভাকক্ষে উত্তর জেলা মহিলাদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রিন্স বলেন, 'ছাত্র-জনতা হত্যার রক্তে রঞ্জিত স্বৈরাচারের হাত। ওই হাতে হাত মিলিয়েছে জামায়াত।' তিনি আরও বলেন, জামায়াতের এই সখ্য নতুন নয়, কারণ ১৯৮৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত হাত মিলিয়ে আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। তিনি অভিযোগ করেন, যারা গত ১৫ বছরে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছে, ক্ষমতার লোভে তাদের সঙ্গেই জামায়াত হাত মিলিয়েছে।

তিনি দাবি করেন, ছাত্রশিবির কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের ভোটে জয়লাভ করতে পারেনি। তিনি বলেন, প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে এবং ছাত্রলীগের ভোটও কাস্ট হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, 'এই ছাত্রলীগের ভোট কার পকেটে গেলো? এটা অনুসন্ধান করলেই শিবিরের বিজয় কীভাবে হয়েছে, তা সহজেই অনুমান করতে পারবো।'

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা মহিলাদলের সভাপতি তানজিল চৌধুরী লিলি, সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন এবং আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রমুখ।