সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৫৩ পিএম
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার ছিল না। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে এই অধিকার ফিরে এসেছে। তাই, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, 'দ্রুত নির্বাচন দিন নতুবা আপনাদেরও হাসিনার মতো পালাতে হবে।'বুধবার (১০ সেপ্টেম্বর) দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জনসভায় তিনি তার দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীকে নিয়ে মঞ্চে আসেন।
নাছির চৌধুরী বলেন, তিনি বিলাসী জীবনযাপন না করে দিরাই-শাল্লার মানুষের পাশে থেকেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাদের জন্য কাজ করে যেতে চান। তিনি বিগত দিনে যারা তাকে ভোট দিতে পারেননি, এবার তাদেরও পাশে থাকার আশা প্রকাশ করেন। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, তার ভাই-ভাতিজা পরিচয়ে যেন কেউ ফায়দা নিতে না পারে, কারণ দিরাই-শাল্লার মানুষই তার আসল স্বজন। তিনি জানান, তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং চিকিৎসা শেষে আবার ফিরে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি তার বক্তব্যের শেষ দিকে বলেন, 'তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। সবাই মিলে দিরাই-শাল্লা থেকে বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দিতে চাই।'
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে নাছির চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার জন্য আহ্বান জানান।