সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫০ পিএম
ফেবারিট হিসেবে এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরুটা দুর্দান্ত করেছে ভারতীয় দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে তারা ৯ উইকেটে বিধ্বস্ত করেছে। প্রথমে ব্যাট করে আরব আমিরাত মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত মাত্র ২৭ বলেই (৪.৩ ওভারে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে তাদের হাতে ছিল ৯ উইকেট এবং ৯৩ বল।
ভারতের দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা মাত্র ২৩ বলে ৪৮ রানের জুটি গড়েন। অভিষেক ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করে আউট হন। গিল ৯ বলে ২০ রানে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাতের শুরুটা ভালো হলেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪১ রান তোলার পর তারা দ্রুত উইকেট হারাতে থাকে। ইনিংসের নবম ওভারে বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদিপ যাদব একাই তিন উইকেট শিকার করেন। তিনি মাত্র ৭ রান দিয়ে মোট ৪ উইকেট লাভ করেন। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবে ৪ রানে ৩ উইকেট তুলে নেন।
সংযুক্ত আরব আমিরাতের ৫৭ রান টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে হংকং মাত্র ৩৮ রানে অলআউট হয়েছিল, যা এখনো পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।