বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিরামপুরের কেয়া রাণীর বিশ্বজয়: আমেরিকায় পিএইচডি‍‍`র সুযোগ

মো: ফাহিম সরকার

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:২৭ পিএম

বিরামপুরের কেয়া রাণীর বিশ্বজয়: আমেরিকায় পিএইচডি‍‍`র সুযোগ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃতী কন্যা কেয়া রাণী দাস আমেরিকার বিশ্বখ্যাত জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে (Full Funded Scholarship) বায়োস্ট্যাটিস্টিকস-এ ডক্টরাল প্রোগ্রামে যোগ দিয়েছেন। তার এই সাফল্য বিরামপুর তথা সমগ্র বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের বিষয়।

কেয়া রাণী দাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের (সেশন ২০০৫-০৬) একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন, যেখানে তিনি প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান অধিকার করেন। বর্তমানে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং এই উচ্চতর গবেষণার জন্য তিনি শিক্ষা ছুটিতে রয়েছেন।

তাঁর একাডেমিক এবং গবেষণা জীবন খুবই সমৃদ্ধ। ইতিমধ্যেই তাঁর ২৯টি গবেষণা প্রকাশনা এবং ৯৫৩টিরও বেশি সাইটেশন রয়েছে। এর আগেও তিনি একাধিক আন্তর্জাতিক সম্মানজনক বৃত্তি পেয়েছেন, যার মধ্যে রয়েছে ICCR স্কলারশিপ (২০১৬) এবং Nippon Foundation Japan Scholarship (২০০৭ ও ২০০৮)।

বিশ্বখ্যাত জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটির বায়োস্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্ট আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এমন একটি প্রতিষ্ঠানে কেয়া রাণী দাসের এই অর্জন নিঃসন্দেহে তাঁর কঠোর পরিশ্রম ও মেধার প্রমাণ।

তাঁর এই সাফল্যে বিরামপুর এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকেই বলেছেন, "কেয়া রাণী দাস প্রমাণ করেছেন, পরিশ্রম ও মেধা থাকলে বিশ্ব দরবারে জায়গা করে নেওয়া যায়।" এলাকাবাসী আশা করছেন, তিনি তাঁর জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।