বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির : ফাতিমা জুমা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:০৮ পিএম

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির : ফাতিমা জুমা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়কে তিনি কোনো একক গোষ্ঠীর নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় হিসেবে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফলাফল পাওয়ার পর জুমা তার ফেসবুক অ্যাকাউন্টে সিনেট ভবনের একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে হিজাব পরিহিত ও নন-হিজাবি সহপাঠীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবির। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছ তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।'

উল্লেখ্য, এই নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর জুমাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছিল। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন, 'আমার কাছে ৬০০+ স্ক্রিনশট রয়েছে যেখানে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমাকে নিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে। আজকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হওয়া জরুরি।' এসব প্রতিকূলতা সত্ত্বেও তার এই জয় দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।