সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:১৮ এএম
ফিফা বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও টানা তৃতীয়বারের মতো মূলপর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার আশঙ্কায় পড়েছে ইতালি। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে ইসরায়েলের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে ৫-৪ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে 'আজ্জুরি'রা।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের 'আই' গ্রুপের এই ম্যাচে হাঙ্গেরির দেব্রেসেনে মুখোমুখি হয়েছিল ইতালি ও ইসরায়েল। ৯ গোলের এই ম্যাচে ইতালির করা ৭টি গোলের মধ্যে দুটি ছিল আত্মঘাতী গোল।
ম্যাচের ১৬ মিনিটে ইতালির মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরায়েল। এরপর ৪০ মিনিটে ইতালির ফরোয়ার্ড ময়েস কিন গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে দোর পেরেৎজ-এর গোলে আবারও লিড নেয় ইসরায়েল, কিন্তু মাত্র ২ মিনিট পর কিনের দ্বিতীয় গোলে ২-২ সমতা ফেরে। ৫৮ মিনিটে মাতেও পলিতানোর গোলে ইতালি প্রথমবার লিড নেয়। ৮১ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে ব্যবধান ৪-২ হলে মনে হচ্ছিল ইতালির জয় নিশ্চিত।
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা বাকি ছিল। ৮৭ মিনিটে ইতালির আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমে আসে। এর দুই মিনিট পর পেরেৎজ তার দ্বিতীয় গোল করে ইসরায়েলের হয়ে ৪-৪ সমতা ফিরিয়ে আনেন। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে সান্দ্রো তোনালির গোলে ইতালি ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। অন্যদিকে ইসরায়েলের পয়েন্টও ৯, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। এই গ্রুপে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১২। উল্লেখ্য, এই গ্রুপ থেকে শুধু শীর্ষ দলটিই সরাসরি বিশ্বকাপে যাবে, তাই ইতালির ঝুঁকি এখনও কাটেনি।