মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
এশিয়া কাপ

বৃত্ত ভাঙবে বাংলাদেশের?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:০১ এএম

বৃত্ত ভাঙবে বাংলাদেশের?

ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টি সংস্করণে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম্যান্স দেখালেও এশিয়া কাপের শিরোপা এখনো অধরা বাংলাদেশের কাছে। এবার কি সেই বৃত্ত ভাঙতে পারবে লিটন দাসের দল? ঘরের মাঠে টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে তারা এখন আবুধাবিতে।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ঢাকায় ফিরে তিন দিন বিশ্রাম নিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য আবুধাবিতে গেছে বাংলাদেশ দল। সোমবার সেখানে তাদের প্রথম দিনের অনুশীলন করার কথা থাকলেও তীব্র গরমের কারণে তা বাতিল করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য লিটনরা মাত্র দুটি দিনই সময় পাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে 'বি' গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হচ্ছে হংকং ও শ্রীলঙ্কা। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো জয়ের টাটকা স্মৃতি নিয়ে এশিয়া কাপে গেছে তারা।

এই টুর্নামেন্টের আগের ১৬ আসরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ছিল তিনবার ফাইনাল খেলা। তবে ২০১৮ সালের পর সেই সাফল্যও আর আসেনি। এবার এই বৃত্ত ভাঙার চ্যালেঞ্জের মুখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই অবশ্য বাংলাদেশের ওপর ভরসা রাখছেন না। এমনকি আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে টপকে লিটনরা সুপার ফোরে যেতে পারবেন বলেও মনে করছেন না অনেক ক্রিকেটবোদ্ধা। তার ওপর এবার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিতে গেছে বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের পক্ষেই কথা বলছে। সেটার ধারাবাহিকতা ধরে রেখে এবার নিজেদের ছাড়িয়ে যেতে চাইছে দল। তার আগে দুবাইয়ের অর্থাৎ সুপার ফোর পর্বের টিকিটে চোখ রেখেছেন লিটনরা।