মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপের লড়াই শুরু, আজ মুখোমুখি আফগানিস্তান ও হংকং

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:১১ এএম

এশিয়া কাপের লড়াই শুরু, আজ মুখোমুখি আফগানিস্তান ও হংকং

ছবি - সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের বহুল আলোচিত এশিয়া কাপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়েছে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের মোট প্রাইজমানি রাখা হয়েছে তিন লাখ মার্কিন ডলার।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান

বাংলাদেশ এবার পঞ্চদশ বারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাট যুক্ত হওয়ার পর এটি টুর্নামেন্টের ১৭তম আসর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব-লিটনরা।

ভারত-পাকিস্তান মহারণ

টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই। আগামী ১৪ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে। সাম্প্রতিক সংঘাতের পর এশিয়া কাপে এই লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আবেগ ও চাপ, যা মধ্যপ্রাচ্যের মাঠে থাকা বিপুল সংখ্যক দর্শককে উৎসবে মাতিয়ে তোলে।

ভারত-পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, দুবাইয়ে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার ৬ উইকেটে জিতে শিরোপা ঘরে তুলেছিল ভারত। তারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও।

প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সুপার ফোরে খেলবে। সেখান থেকে শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ফলে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

কেমন হতে পারে এবারের আসর?

পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর তাদের অধিনায়ক সালমান আগা হুঙ্কার দিয়ে ভারতকে জানিয়েছেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত।’ তবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এখন পর্যন্ত এশিয়া কাপে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা জিতেছে ৬ বার এবং পাকিস্তান ২ বার। সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করতে চাইবে এই দলগুলো। তবে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ও আফগানিস্তানও।